
সোমবার ০৫ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: দিল্লিবাসীদের জন্য ভিডিও বার্তা দিলেন কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সোনিয়া গান্ধী। ২৫ মে দিল্লিতে ভোটগ্রহণ হবে। তার আগে সোনিয়া বললেন, প্রতিটি ভোট কর্মসংস্থান তৈরি করবে, ভেদাভেদ কমাবে এবং নারীশক্তিকে প্রাধান্য দেবে। এই ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণতন্ত্রকে বাঁচিয়ে দেশের সংবিধানকে রক্ষা করতে হবে। সেজন্যেই সকলকে অনেক বুঝেশুনে ভোট দিতে হবে। ইন্ডিয়া জোটের সমস্ত প্রার্থীকে সাতটি আসনেই জয়ী করার জন্য সোনিয়া সকলের কাছে আবেদন করেন। দিল্লিতে একদফাতেই ভোট হবে সাতটা আসনের। প্রতিটি আসনেই বিজেপি এবং ইন্ডিয়া ব্লকের মধ্যে তীব্র লড়াই হবে বলেই মনে করছেন রাজনীতির কারবারিরা। বিজেপিকে পরাস্ত করতে কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে লড়ছে আপ। চাঁদনি চক, উত্তর পূর্ব দিল্লি এবং উত্তর পশ্চিম দিল্লিতে কংগ্রেস লড়ছে। অন্যদিকে বাকি চারটি আসনে লড়ছে আপ।